বৃহস্পতিবার, মে ২, ২০২৪
প্রচ্ছদসারা বিশ্বকানাডার নির্বাচনে ক্ষমতায় লিবারেল পার্টি

কানাডার নির্বাচনে ক্ষমতায় লিবারেল পার্টি

কানাডার ২৪তম জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে বিজয়ী হয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী পিয়ারে ট্রুডোর ছেলে জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন লিবারেল পার্টি। এর ফলে গত ৯ বছরের কনজারভেটিভের শাসনের অবসান হলো। ৩৩৮টি আসনে মধ্যে লিবারেল পার্টি ১৮৫টি, কনজারভেটিভ পার্টি ১০২টি, নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) ৪১টি এবং বি কিউ ১০টি আসন পেয়েছে।কানাডার নির্বাচনে সরকার গঠন করতে হলে ১৭০টি আসনে জয়ী হতে হয়।এদিকে নির্বাচনী জয়ী হওয়ায় ট্রুডোকে অভিনন্দন জানিয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা হার্পার। একই সঙ্গে তিনি দলের প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।এক বার্তায় তিনি বলেছেন, তার দল এ নির্বাচনের ফলাফল কোনো সংকোচ ছাড়াই মেনে নেবে। বিবিসি।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ