বৃহস্পতিবার, মে ২, ২০২৪
প্রচ্ছদজাতীয়বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কোনো স্থান হবে না

বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কোনো স্থান হবে না

রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের সমস্যা কীভাবে সমাধান করতে হয় তা আওয়ামী লীগ জানে। বৃহস্পতিবার বিকালে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ আয়োজিত কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে এক জনসভায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কোনো স্থান হবে না।বাংলাদেশে কোনো কুঁড়ে ঘর থাকুক, তা আওয়ামী লীগ চায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা দেশকে উন্নত করতে চাই। আমাদের লক্ষ্য ২০২১ সালের আগেই দেশকে উচ্চ মধ্যম আয়ে উন্নীত করা। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হবে। দেশ হবে দারিদ্রমুক্ত, ক্ষুধামুক্ত। বাংলাদেশ হবে জাতির পিতার সোনার বাংলাদেশ।শেখ হাসিনা বলেন, আমরা বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি। দেশের ৭৫ ভাগ বিদ্যুৎ পাচ্ছে। বছরের শুরুতে শিক্ষার্থীদের বই দেওয়ার দায়িত্ব নিয়েছে সরকার। পৃথিবীর কেউ এটি দেয় না। আ্মরা প্রতিবন্ধীদের ভাতা চালু করেছি।তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। উন্নয়নের জন্য যা দরকার আওয়ামী লীগ সরকার তাই করবে। শুধু মানুষের দোয়া চাই, নৌকা মার্কায় ভোটা চাই।প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষের উন্নত ও সুখী সৃমদ্ধ জীবনই আমাদের একমাত্র চাওয়া।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ