শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েরাজশাহীতে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট

রাজশাহীতে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট

পাঁচ পরিবহন শ্রমিককে আটকের প্রতিবাদে রাজশাহী শুক্রবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন শ্রমিকরা। আটক শ্রমিকদের মুক্তি ও যে দুই পুলিশ কর্মকর্তা তাদের আটক করেছেন তাদের প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। আটক শ্রমিকদের মধ্যে বাবু, ইসাহাক, সুমন ও নয়নের নাম জানা গেছে। তাদের আটকের ঘটনা শ্রমিকরা জানতে পেরে মহানগরীর শিরোইল বাস টার্মিনালের সামনের রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে। এ ঘটনায় হঠাৎ বাস চলাচলা বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাসহ দূর-দূরান্তে যাওয়া যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

পরিবহন শ্রমিকরা জানান, মহানগরীর তালাইমারী এলাকা থেকে বোয়ালিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন ও উত্তম পাঁচ পরিবহন শ্রমিককে আটক করে থানায় নিয়ে যান। বিষয়টি জানতে পেরে বাস টার্মিনালের সামনে রাস্তা অবরোধ করেন শ্রমিকরা। এতে সব রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন ঘটনাস্থলে গিয়ে ওই পাঁচ শ্রমিককে ছেড়ে দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। অবরোধ তুলে নিলেও শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা। তারা আরও জানান, তালাইমারি এলাকার একটি রুমে বসে ওই পাঁচ শ্রমিক তাস খেলছিলেন। এসময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আনোয়ার পারভেজ জানান, শুক্রবার সকাল থেকে রাজশাহী থেকে সব রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বোয়ালিয়া থানার দুই এসআই মহিউদ্দিন ও উত্তমকে প্রত্যাহার না করা পর্যন্ত এ অবরোধ চলবে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ