শুক্রবার, মে ২৪, ২০২৪
প্রচ্ছদজাতীয়পোশাক শিল্পের কর্মপরিবেশ উন্নয়নে একশ' কোটি টাকা ঋণ দেবে জাইকা

পোশাক শিল্পের কর্মপরিবেশ উন্নয়নে একশ’ কোটি টাকা ঋণ দেবে জাইকা

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের কর্মপরিবেশ উন্নয়নে জাপানি দাতা সংস্থা, জাইকা একশ’ কোটি টাকা ঋণ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে। তবে এ প্রকল্পের অগ্রগতি সন্তোষজনক হলে, টাকার অংক আরো বাড়তে পারে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার সকালে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংক দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সহায়তায় পুনঃঅর্থায়নের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করবে বলে জানানো হয়।

এর আওতায় একশ’ থেকে দুই হাজার শ্রমিক কাজ করে এমন, বিজিএমইএ ও বিকেএমইএ’র কোন সদস্য প্রতিষ্ঠান সর্বোচ্চ দশ কোটি টাকা ঋণ নিতে পারবে। ঋণের সুদহার ধরা হবে অনধিক দশ শতাংশ, পরিশোধের সময় পাওয়া যাবে ১৫ বছর, যার মধ্যে দু’বছর গ্রেস পিরিয়ড দেয়া হবে।

আরও পড়ুন

সর্বশেষ