ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের কর্মপরিবেশ উন্নয়নে জাপানি দাতা সংস্থা, জাইকা একশ’ কোটি টাকা ঋণ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে। তবে এ প্রকল্পের অগ্রগতি সন্তোষজনক হলে, টাকার অংক আরো বাড়তে পারে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার সকালে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ব্যাংক দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সহায়তায় পুনঃঅর্থায়নের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করবে বলে জানানো হয়।
এর আওতায় একশ’ থেকে দুই হাজার শ্রমিক কাজ করে এমন, বিজিএমইএ ও বিকেএমইএ’র কোন সদস্য প্রতিষ্ঠান সর্বোচ্চ দশ কোটি টাকা ঋণ নিতে পারবে। ঋণের সুদহার ধরা হবে অনধিক দশ শতাংশ, পরিশোধের সময় পাওয়া যাবে ১৫ বছর, যার মধ্যে দু’বছর গ্রেস পিরিয়ড দেয়া হবে।