বুধবার, নভেম্বর ৬, ২০২৪
প্রচ্ছদইন্টারভিউইসলামবিরোধী কিছু পদক্ষেপের কারণে শেখ হাসিনার পাশে কেউ নেই - এরশাদ

ইসলামবিরোধী কিছু পদক্ষেপের কারণে শেখ হাসিনার পাশে কেউ নেই – এরশাদ

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একা হয়ে পড়েছেন। আজ আর তার পাশে কেউ নেই। ইসলামবিরোধী কিছু পদক্ষেপের কারণে শেখ হাসিনার এমন হয়েছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, সরকার আল্লাহ ও রসুলের ওপর হাত দিয়েছে। ফলাফল ভালো হয়নি।

বৃহস্পতিবার প্রথম রমজানে রাজধানীর একটি হোটেলে নুরুল কোরআন বালিকা মাদ্রাসার(হিফজুল কোরআন বিভাগ) শিক্ষার্থীদের সনদ বিতরণ ও এতিমদের সঙ্গে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এরশাদ প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘৯০ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশে। সংবিধান থেকে আল্লাহর ওপর অবিচল আস্থা বাদ দিলেন কেন? আমি প্রশ্ন করেছিলাম, আমাকে বলা হয়েছে। ইসলাম রক্ষার জন্য নাকি যুদ্ধ করতে হয়েছে। কাদের সঙ্গে যুদ্ধ করেছেন। তারা আজ কোথায়? কেউ নেই আপনার পাশে। আপনি আজ একা।’

শেখ হাসিনা এ থেকে শিক্ষা নেবেন বলেও মনে করেন এরশাদ।

ইসলাম অবমাননায় অভিযুক্ত ব্লগারের জামিন দেওয়ার সমালোচনা করে এরশাদ বলেন, ‘আপনার বিরুদ্ধে কথা বললে জেল দিলেন। আর রসুলের বিরুদ্ধে কথা বলার জন্য জামিন দিলেন। আপনি কি রসুলের চেয়ে বড়?’

এরশাদ বলেন, “ধর্ম অবমাননা করলে কি হয় প্রত্যেকটি মানুষ দেখেছে। আমি বারবার বলেছি, ব্লগারদের শাস্তি দিন, বন্ধ করুন শাহবাগ। না হলে বিপদে পড়বেন। আজকে সমুহ বিপদে পড়েছেন।”

জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী। প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল বারাকাত মুহাম্মদ হিজবুল্লাহ।

আরও পড়ুন

সর্বশেষ