শুক্রবার, নভেম্বর ৮, ২০২৪
প্রচ্ছদআরো খবর......বিক্ষোভে উত্তাল শাহবাগ

বিক্ষোভে উত্তাল শাহবাগ

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

সরকারি চাকরিতে সব ধরনের কোটা প্রথা এবং ৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল বাতিলের দাবিতে বিক্ষোভ চলছে। শাহবাগে অবস্থান করা নিয়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শাহবাগে আন্দোলনকারীরা অবস্থান নিতে যায়। কিন্তু পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুঁড়ে তাদের হটিয়ে দেয়। এরপর তারা পিছু হটে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছে। পুলিশকে লক্ষ্য করে ইটও ছুড়ছে আন্দোলনকারীরা। তারা সড়কে আগুনও জ্বালায়। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়।

শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান নিয়ে পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ছে।

এই শিক্ষার্থীরা বুধবার দিনভর সড়ক অবরোধ করলে পিএসসি ৩৪তম বিসিএসের প্রিলিমিনারির ফল পুনঃবিবেচনার সিদ্ধান্ত নেয়।

কিন্তু পিএসসির সিদ্ধান্ত জানার পর আন্দোলনকারীরা কোটা পদ্ধতি বাতিলকে তাদের প্রধান দাবি হিসেবে তুলে ধরে আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ