শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদসারা বিশ্বমক্কায় মসজিদুল হারামে ক্রেন ছিঁড়ে নিহত ১০৭

মক্কায় মসজিদুল হারামে ক্রেন ছিঁড়ে নিহত ১০৭

সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে নির্মাণকাজের ক্রেন ছিঁড়ে অন্তত ১০৭ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ২৩৮ জন। আহতদের মধ্যে ২৫ জন বাংলাদেশী হজযাত্রী রয়েছেন বলে মক্কায় বাংলাদেশের হজ অফিসের কর্মকর্তা জহিরুল ইসলাম জানিয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা দফতর জানিয়েছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৬টায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই সেখানে কয়েক ডজন অ্যাম্বুলেন্স ছুটে যেতে দেখা যায়। খবর আরব নিউজ, বিবিসি ও আলজাজিরার।
খবরে বলা হয়েছে, দুর্ঘটনার সময় প্রবল বাতাস বইছিল এবং বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। কয়েক দিন ধরে সেখানে ধূলিঝড়ও বইছে। ক্রেন দুর্ঘটনায় হজযাত্রীদের হতাহতের ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। হতাহতদের মধ্যে বাংলাদেশী হজযাত্রী রয়েছেন কি না সে ব্যাপারে বাংলাদেশের হজ অফিস খোঁজ নিচ্ছে বলে জানা গেছে। নিহতদের মধ্যে এখনো কোনো বাংলাদেশী থাকার খবর পাওয়া যায়নি বলে হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) জানিয়েছে।
মসজিদুল হারামে বেশ কিছু দিন ধরে উন্নয়ন কাজ চলছে। পবিত্র হজ পালনের উদ্দেশে লাখ লাখ হজযাত্রী এখন মক্কায় অবস্থান করছেন। সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপরে বরাদ দিয়ে বিবিসি জানায়, মক্কা নগরী যখন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিদের জন্য হজ পালনের প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এরই মধ্যে কয়েক লাখ হজযাত্রী বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় সমবেত হয়েছেন। এ ছাড়া প্রতিদিনই হাজার হাজার হজযাত্রী আসছেন মক্কায়।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ