রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
প্রচ্ছদবিনোদন সময়সুজানার কালার অব ক্যামব্রিজ

সুজানার কালার অব ক্যামব্রিজ

suzanaলন্ডন প্রবাসী সংগীত শিল্পী সুজানা আনসার প্রায়ই অভিনয় করেন টিভি নাটকে। এবার তিনি ‘কালার অব ক্যামব্রিজ’ নামে নতুন একটি ধারাবাহিকে অভিনয় করলেন। মাসুম রেজার রচনা ও ফজলুল কবির তুহিনের পরিচালনায় নির্মিত নাটকটি ১১ জুলাই থেকে এটিএনবাংলায় প্রচার হবে।

নাটকটির শুটিং হয়েছে আমেরিকায় এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাথে বাঙ্গালী জীবনধারাকে ঘিরেই নাটকের কাহিনী তৈরি হয়েছে বলে পরিচালক জানান।

প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিকটি। এতে আরো অভিনয় করেছেন মোশাররফ করিম, গোলাম ফরিদা ছন্দা, ইউসুফ হাসান অর্ক, হাফিজ আলম বকস, ঝুনা চৌধুরী, সালেহ কামাল, ইরফাত আরা, অপু চৌধুরী, সুমি, আপেল মাহবুব, রোমান রহমান, সাইদুর প্রমূখ।

আরও পড়ুন

সর্বশেষ