স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
সাফ চ্যাম্পিয়নশিপে প্রস্তুতি নিতে খেলোয়াড়দের আরেকবার ঝালিয়ে নিলেন জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফ। যদিও কোন দলেরই খেলায় ধার ছিলো না। বুধবার স্থানীয় ক্লাব বিজেএমসি’র বিপক্ষে মাঠে নামানো হলো প্রস্তুতি ক্যাম্পে থাকা ৩৫ সদস্যের প্রত্যেককে। ডাচ কোচকে হতাশ করেননি এমিলি-ওয়াহেদরা। ২-০ গোলে জিতেছে জাতীয় দল। জাতীয় দলের কারোই তেমন একটা স্পিড ছিলো না। মনে হয় প্রদর্শনী ম্যাচের মতো খেলছে সবাই। তবে শেষ পর্যন্ত রেজাল্ট বের করতে পেরেছে ্ক্রুইফের শিষ্যরা। এটাই বড় কথা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম প্রস্তুতিতে খেলোয়াড়দের পারফরমেন্সের চুলচেরা বিশ্লেষণের চেষ্টা করে গেলেন ক্রুইফ। ২০ মিনিটে জাহিদ হাসান এমিলির ব্যাকপাসে মোবারক হোসেন জাতীয় দলকে এগিয়ে নেওয়ার সুযোগ পান। কিন্তু বিজেএমসি গোলরক্ষক হিমেল তার বাঁ পায়ের দুর্দান্ত শটটি রুখে দেন। জাতীয় দলকে প্রথম গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে ৫১ মিনিট পর্যন্ত। গোলটি করেন মোহামেডান স্ট্রাইকার ওয়াহেদ আহমেদ। ৮৬ মিনিটে আরেকটি গোল করেন বর্তমানের এই তারকা ফুটবলার।