বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েশিশুর শরীরে ‘আল্লাহু, আররাহ্‌মানু, ইয়া রাসুলুল্লাহ লেখা !

শিশুর শরীরে ‘আল্লাহু, আররাহ্‌মানু, ইয়া রাসুলুল্লাহ লেখা !

রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী গ্রামে শিশুর গায়ে আরবি লেখা ফুটে উঠছে। ওই শিশু ইয়ামিন মঙ্গলখালী গ্রামের সাদ্দাম হোসেন ও আমেনা দম্পত্তির সন্তান। গত ২৬ জানুয়ারি তার জন্ম।

আমেনা বেগম জানান, ১৪ এপ্রিল রাতে ইয়ামিনের কপালে প্রথমে ‘আল্লাহু’ লেখা ওঠে। পরে ২৫ মে পর্যন্ত পর্যায়ক্রমে ইয়ামিনের বুকে, পেটে ‘আল্লাহু, আররাহ্‌মানু, ইয়া রাসুলুল্লাহ ও আল্লাহু’ লেখাগুলো ওঠে। প্রথমে লালচে ও পরে সাদা রংয়ের লেখাগুলো দেখতে এখন স্পষ্ট।

ইয়ামিনের মা আমেনা বেগম জানান, শিশুটি শান্ত প্রকৃতির। আড়াই মাস বয়স থেকে, সে একা বসতে পারে। কোনো রকম কান্নাকাটি করে না। অনেকে টাকা পয়সা দিতে চাইলেও নেয়া হচ্ছে না। পার্শ্ববর্তী মঙ্গলখালী হাফেজিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোবারক হোসেন জৈনপুরী বলেন, শিশুর শরীরের লেখাগুলো স্পষ্ট। অলৌকিকভাবে ওঠে আসা লেখাগুলো আরবী পাঠকরা পড়তে পারছে।Zzyy

আরও পড়ুন

সর্বশেষ