বুধবার, মে ১৫, ২০২৪
প্রচ্ছদজাতীয়মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আগ্নেয়াস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে সরকার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আগ্নেয়াস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে সরকার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের সুবিধার্থে ও তাদের নিরাপত্তার স্বার্থে আগ্নেয়াস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এ সংক্রান্ত একটি বিধিমালাও তৈরি করা হচ্ছে। বিধিমালার ওপর ভিত্তি করে তাদের অস্ত্র দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  বৃহস্পতিবার দুপুরে রাজধনীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের সম্মেলনে-২০১৫ এসব কথা বলেন তিনি।  আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশ ও সমাজকে মাদকমুক্ত রাখতে অধিদফতরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। অস্ত্র ছাড়াই তারা বিভিন্ন ঝুঁকিপূর্ণ অভিযানে অংশ নিচ্ছেন। এসব দিক বিবেচনা করা হচ্ছে।  অধিদফতরের কর্মকর্তাদের কাজের সুবিধার্থে সরকারের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা প্রদান করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ