মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪
প্রচ্ছদআরো খবর......ভ্যাট কমবে: অর্থমন্ত্রী

ভ্যাট কমবে: অর্থমন্ত্রী

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

ব্যবসায়ীদের দীর্ঘ দিনের দাবির প্রেক্ষাপটে মূল্য সংযোজন কর বা ভ্যাটের হার কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এই হার এখন বেশি স্বীকার করে আজ বুধবার মূসক দিবসের আলোচনা সভায় তিনি বলেছেন, আগামী দুই বছরের মধ্যে তা কমিয়ে আনা হবে।
মহাজোট সরকারের শেষ বছরে অর্থমন্ত্রীর এই বক্তব্য এল। আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এলেও মন্ত্রী আর হবেন না বলে ঘোষণা রয়েছে মুহিতের।
১৯৯১ সালে দেশে মূসক চালু হওয়ার পর তা এখন রাজস্ব সংগ্রহের প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে।
২০১২-১৩ অর্থবছরের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব আদায় করেছে ১ লাখ ১০ হাজার কোটি টাকা। এর মধ্যে মূসক ৪০ হাজার কোটি টাকা, যা এনবিআরের মোট আদায়ের ৩৬ দশমিক ৩৬ শতাংশ।
অর্থমন্ত্রী বলেন, “বর্তমানের মূসক হার একটু বেশি। এটা নির্ধারণ করা হয়েছিল ১৯৯১ সালে। তখন ভাবা হয়েছিল, মূসক তেমন আদায়-টাদায় হবে না, এজন্যই ১৫ শতাংশ করা হয়েছিল।
“২০১৫ সালের মধ্যে এই হার যথেষ্ট কমবে।”
মূসক এখন রাজস্ব আয়ের প্রধান উৎস হলেও অর্থমন্ত্রী আশা করছেন, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে আয়কর হবে রাজস্ব সংগ্রহের প্রধান উৎস।
কর আদায় বাড়ানোর লক্ষ্যে গত তিন বছর ধরে ১০ জুলাই মূসক দিবস পালন করছে সরকার। এর সঙ্গে মূসক সপ্তাহও পালন করা হচ্ছে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানে সর্বোচ্চ মূসকদাতাদের হাতে সম্মাননাপত্র তুলে দেন অর্থমন্ত্রী।
এনবিআর জাতীয় পযায়ে সর্বোচ্চ মূসকদাতা নয়জন এবং সারাদেশে ১২২ জনকে সন্মাননা দেয়ার উদ্যোগ নিয়েছে।
এর মধ্যে জাতীয় পর্যায়ের নয়জন এবং ঢাকা বিভাগের ২১ জনের হাতে সন্মাননা তুলে দেন অর্থমন্ত্রী।

আরও পড়ুন

সর্বশেষ