বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
প্রচ্ছদজাতীয়জোটে-মহাজোটের যাওযার প্রশ্নই আসে না।বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশের প্রক্রিয়া চলছে- কাদের সিদ্দিকী-বি...

জোটে-মহাজোটের যাওযার প্রশ্নই আসে না।বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশের প্রক্রিয়া চলছে- কাদের সিদ্দিকী-বি চৌধুরী

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ও বিকল্পধারা বাংলাদেশ গড়া বি চৌধুরী বলেন, ১৮ দলীয় জোটে ১৯তম দল হওয়ারও ইচ্ছে নেই আর মহাজোটের যাওযার প্রশ্নই আসে না।বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশের প্রক্রিয়া চলছে। তৃতীয় শক্তি নয়, আমরা বিকল্প প্রধান শক্তি হবো।

বুধবার বিকেলে রাজধানীর গুলশান ১ নম্বর সার্কেলের সিলভার টাওয়ারে এক বৈঠক শেষে তারা সাংবাদিকদের এ কথা বলেন।

দুই জোটের বাইরে মানুষের আলাদা চিন্তা-চেতনা তৈরি হয়েছে বলে দাবি করেন এই দুই নেতা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, সিটি করপোরেশনের বিজয় বিএনপির নয়, দু:শাসনের বিরুদ্ধে জনগণের রায়। মানুষ সরকারের ওপরে বিরক্ত হয়ে পুঞ্জিভূত ক্ষোভের বহিপ্রকাশ ঘটিয়েছে।

বি চৌধুরী বলেন, তত্ত্বাবধায়ক ছাড়া কোন উপায় নেই। বিকল্প শক্তির শুভ সূচনার প্রক্রিয়ায় বুধবারই প্রথম বৈঠক। আলোচনা আরো হবে। মানুষের প্রত্যাশা বুঝে কাজ করবো। এ সময় ড. মুহাম্মদ ইউনূসের বিভিন্ন প্রতিষ্ঠানের নারী উদ্যোক্তা, হেফাজতে ইসলামের বিরোধিতা ইত্যাদি কারণ পাঁচ সিটি নির্বাচনে ক্ষমতাসীনদের ভরাডুবি ঘটিয়েছে বলে দাবি করেন তারা।

আরও পড়ুন

সর্বশেষ