শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদসারা বিশ্ববিধ্বস্ত ট্রাইগানা এয়ারের প্লেনের ৫৩ আরোহীর মরদেহ উদ্ধার

বিধ্বস্ত ট্রাইগানা এয়ারের প্লেনের ৫৩ আরোহীর মরদেহ উদ্ধার

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় দুর্গম প্রদেশ পাপুয়ায় বিধ্বস্ত ট্রাইগানা এয়ারের প্লেনের ৫৩ আরোহীর মরদেহ দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে প্লেনটির কোনো আরোহীর বেঁচে থাকার আর ‘কোনো সম্ভাবনা’ নেই বলে জানিয়েছে উদ্ধারকারী দল। স্থানীয় একটি সংবাদ সংস্থার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম মঙ্গলবার সকালে এ খবর নিশ্চিত করেছে। ইন্দোনেশিয়ার জরুরি অনুসন্ধান ও উদ্ধার সংস্থার (বাসারনাস) কর্মকর্তা বামবাং সোয়েলিস্তয় জানান, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। প্লেনটি টুকরো টুকরো হয়ে গেছে। কিছু কিছু ধ্বংসাবশেষে পোড়া দাগ থাকায় প্লেনটিতে আগুন ধরে যাওয়ার কথাও বলা হচ্ছে। সোমবার  দুর্গম প্রদেশ পাপুয়ায় ট্রাইগানা এয়ারের প্লেনটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। এরপরই দ্রুত সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়। বিনতাং মাউন্টেনস রিজেন্সি পুলিশ প্রধান ইউনূস ওয়াল্লি স্থানীয় একটি সংবাদ সংস্থাকে জানান, ওকসপ ঝরনার কাছে প্লেনটির ধ্বংসাবশেষ দেখা গেছে। সন্ধানকারী একটি দলকে ওই এলাকায় পাঠানো হচ্ছে।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টার কিছু আগে ৫৪ আরোহী নিয়ে ট্রাইগানা এয়ারের যাত্রীবাহী প্লেনটি নিখোঁজ হয়। এর মধ্যে পাঁচজন শিশু, ৪৯ জন যাত্রী এবং পাঁচ জন ক্রু। এ সময় প্লেন বিধ্বস্তের খবর আসা এলাকার ওপর দিয়েই উড়ছিল ধ্বংসাবশেষ পাওয়া প্লেনটি। ইন্দোনেশিয়ার জরুরি অনুসন্ধান ও উদ্ধার সংস্থার (বাসারনাস) বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, পাপুয়ার রাজধানী জয়াপুরার সেন্তাই এয়ারপোর্ট থেকে রোববার দুপুর সোয়া ২টার দিকে পার্শ্ববর্তী অকসিবিলের উদ্দেশে উড্ডয়ন করে প্লেনটি। ৪৫ মিনিটেই প্লেনটির গন্তব্যে পৌঁছানোর কথা। কিন্তু ৩টার কিছু সময় আগেই ট্রাইগানা এয়ারের এটিআর ৪২ টারবোপ্রোপ প্লেনটি এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ