সোমবার, মে ৬, ২০২৪
প্রচ্ছদজাতীয়ব্লগার নিলয় হত্যা মামলা ডিবিতে হস্তান্তর করা হচ্ছে

ব্লগার নিলয় হত্যা মামলা ডিবিতে হস্তান্তর করা হচ্ছে

ব্লগার নিলয় নীলের স্ত্রী আশা মনি’র দায়ের করা হত্যা মামলা খিলগাঁও থানা থেকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হচ্ছে। রোববার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র এ তথ্য জানায়।ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মুনতাসিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

মুনতাসিরুল ইসলাম বলেন, পুলিশের ঊর্ধ্বতন পর্যায় থেকে ব্লগার নিলয় হত্যা মামলাটি ডিবিতে হস্তান্তরের আদেশ পাওয়া গেছে। তবে এখনও পুলিশের কাছ থেকে নথিপত্র বুঝে নেয়নি ডিবি। হত্যার ঘটনাস্থল খিলগাঁও পূর্ব গোড়ানে হওয়ায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পূর্ব বিভাগের হাতে এই তদন্ত ভার দেওয়া হবে। ইতোমধ্যে চিঠি-পত্র আদান-প্রদান হয়েছে। শিগগিরি ডিবি পুলিশ এই নথি-পত্র বুঝে নেবে বলেও জানান ডিসি মুনতাসিরুল ইসলাম। এর আগে ৭ আগস্ট দুপুরে খিলগাঁও পূর্ব গোড়ান এলাকার ১৬৭ নম্বর বাড়ির পঞ্চম তলার বাম পাশের ফ্ল্যাটে অজ্ঞাত পরিচয় ৪ যুবক প্রবেশ করে নিলয় নীলকে (৪০) হত্যা করে। ওইদিন রাত ১১টা ৫৫মিনিটে নিহত ব্লগার নিলয়ের স্ত্রী আশা মনি বাদী হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১১) দায়ের করেন।

আরও পড়ুন

সর্বশেষ