শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েঢাকা বিভাগগাজীপুরে লেগুনা-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৫

গাজীপুরে লেগুনা-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৫

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকার যাত্রীবাহী লেগুনা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে লেগুনা ড্রাইভারসহ পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৯ লেগুনা যাত্রী। শুক্রবার সকাল সোয়া ৮টায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে তিনজন নিহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবশেষ এক নারীসহ নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। ঘটনাস্থলে নিহতরা হলেন- লেগুনার ড্রাইভার সাঈদুর রহমান (২০), বাবা-হযরত আলী, বাড়ি শেরপুরের ঝিনাইগাতি থানার কানদুলি গ্রাম। তিনি গাজীপুরে বসবাস করে লেগুনা চালাতেন। অপর দু’জন হলেন- লেগুনা হেলপার সোহেল রানা (৩০)। বাবার নাম মো. বাসার, বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা থানার ছোট শিরা গ্রামে। মনি আক্তার (২৫)। বাড়ি গাজীপুর সদরের নাওজোড় এলাকায়।

চিকিৎসাধীন অবস্থায় নিহতরা হলেন- সেলিনা আক্তার (২৫)। বাড়ি সিলেট জেলায় বলে জানিয়েছে পুলিশ। তবে হাসপাতালে নিহত অপর ব্যক্তির (পুরুষ ৩০) পরিচয় জানা যায়নি। হাইওয়ে পুলিশের সার্জেন্ট হায়দার আলী শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তাদের পরিচয় নিশ্চিত করেছেন। নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাহার আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকাগামী পণ্যবাহী কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে লেগুনাটি দুমড়েমুচড়ে যায়। এতে লেগুনার চালক, হেলপারসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ