রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদরাজনীতিজয়পুরহাটে যুবলীগ কার্যালয় ভাঙচুর

জয়পুরহাটে যুবলীগ কার্যালয় ভাঙচুর

জয়পুরহাট সদরের মোহাম্মদাবাদ ইউনিয়ন যুবলীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১২ যুবলীগ কর্মী ও সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।  সোমবার  দিনগত রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।  জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সদরের গণকবাড়ী পূর্ব পারুলিয়া এলাকার আজিজার ও আনোয়ার নামে দুই বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে জয়পুরহাট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমন কুমার সাহা জানান, মোহাম্মদাবাদ ইউনিয়ন যুবলীগের কার্যালয়ে ‘সদর উপজেলা যুবলীগের সম্মেলন’ প্রস্তুতি সভা চলাকালে স্থানীয় জামায়াত-বিএনপির কর্মীরা হামলা চালায় এবং অফিস ভাঙচুর করে। এ ঘটনায় আজিজুল হাকিম (২২), সুমন হোসেন (২৩), রনি আহম্মেদ (২৪), সোহেল রানা (২২) ও সাইদুল ইসলামসহ মোট ১২ জন যুবলীগ কর্মী আহত হন। তাদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা ফোন রিসিভ করেননি। মঙ্গলবার ভোরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ফার্মাসিস্ট মোয়াজ্জেম হোসেন জানান, রাতে ১২ জন ভর্তি হয়েছিলেন। পরে চিকিৎসা শেষে কয়েকজন হাসপাতাল ত্যাগ করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ