মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪
প্রচ্ছদবিনোদন সময়সালমানেরও সারোগেসি গ্রহণ করা উচিত: রাখি সাওয়ান্ত

সালমানেরও সারোগেসি গ্রহণ করা উচিত: রাখি সাওয়ান্ত

বিনোদন রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

সারোগেট সন্তানকে নিয়ে বিতর্কে জর্জ্জরিত বলিউড বাদশাহ শাহরুখ খান। তবে এতো বিতর্কের মধ্যেও তার ভূয়সী প্রশংসা করেছেন রাখি সাওয়ান্ত। রাখি জানিয়েছেন, শাহরুখের জন্য তিনি গর্বিত। তবে সেই সঙ্গেই সালমানেরও এই পথে হাঁটা উচিত বলেও মন্তব্য করেছেন রাখি।

রাখি বলেন, ‘সারোগেসি ব্যাপারটা ভাল লাগে। এখন বহু মানুষ এই পদ্ধতি গ্রহণ করছেন। আমিরের সারোগেট সন্তান রয়েছে। শাহরুখের জন্য আমি গর্বিত। ওকে আমি কুর্নিশ জানাই। নিশ্চয়ই ওরা কোনও ব্যক্তিগত সমস্যার কারণেই সারোগেসি বেছে নিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘আমার মনে হয় সালমানেরও সারোগেসি গ্রহণ করা উচিত। জীবনে প্রকৃত ভালবাসা পায়নি সালমান। পেয়েও তাকে হারাতে হয়েছে। বিয়েও করতে চায় না। তাই একটি সন্তানই সালমানের জীবনে প্রকৃত খুশি নিয়ে আসতে পারে।” সূত্র: জি নিউজ।

আরও পড়ুন

সর্বশেষ