সোমবার, মে ৬, ২০২৪
প্রচ্ছদরাজনীতিমোদি-খালেদা জিয়ার সাক্ষাৎ ৭ জুন

মোদি-খালেদা জিয়ার সাক্ষাৎ ৭ জুন

বাংলাদেশ সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দুই দিনের সফরের শেষ দিন ৭ জুন বিকেলে এ সাক্ষাৎ পাচ্ছেন তিনি। শুক্রবার  নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর এ তথ্য জানান। মোদির আসন্ন ঢাকা সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সুব্রামানিয়াম জানান, সফরের দ্বিতীয় ও শেষ দিন ৭ জুন মোদি রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করবেন। এরপর তিনি সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎ করবেন শীর্ষ ব্যবসায়ী ও বামপন্থি দলের নেতাদের সঙ্গেও। ৬ জুন সকালে ঢাকায় পৌঁছাবেন মোদি। সফরের প্রথম দিন মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কয়েক দফা সাক্ষাৎ করবেন। এসব সাক্ষাতে বেশ কিছু যৌথ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। পাশাপাশি সাভার জাতীয় স্মৃতিসৌধ ও ধানমণ্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও শ্রদ্ধা জানাবেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ