বৃহস্পতিবার, মে ২, ২০২৪
প্রচ্ছদজাতীয়মানবপাচার আইন সংশোধন করে কঠোর শাস্তির বিধান করা হবে

মানবপাচার আইন সংশোধন করে কঠোর শাস্তির বিধান করা হবে

মানবপাচার আইন সংশোধন করে কঠোর শাস্তির বিধান করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর তিনি এ কথা জানান তিনি। শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আইনমন্ত্রী আনিসুল হক, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকের পর আমির হোসেন আমু বলেন, মানবপাচার নিয়ে বৈঠকৈ আলেচনা হয়েছে। মানবপাচার আইনের বিধি-বিধান সংশোধন করে কঠোর শাস্তির বিধান করা হবে। বৈঠকে আইন সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া মাদকপাচার রোধে মোবাইল কোর্ট জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ