বৃহস্পতিবার, মে ২, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েঢাকা বিভাগহোটেল সুন্দরবন সংলগ্ন নির্মাণাধীন ভবনের একাংশে ধস

হোটেল সুন্দরবন সংলগ্ন নির্মাণাধীন ভবনের একাংশে ধস

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের রাস্তার পশ্চিমপাশে  হোটেল সুন্দরবন হোটেল সংলগ্ন নির্মাণাধীন একটি ভবনের একাংশ ধসে পড়েছে। ইতোমধ্যে, ভবনের পাইলিংয়ের গর্তে রাস্তার কিছু অংশও দেবে গেছে। বুধবার সকাল সোয়া সাতটার  দিকে এ ধসের ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, হোটেল সোনারগাঁও-এর রাস্তার পশ্চিমপাশে   সুন্দরবন হোটেল সংলগ্ন ন্যাশনাল ব্যাংকের বহুতল ভবন পাইলিংসহ বুধবার সকাল সোয়া সাতটার দিকে বিকট শব্দে ধসে পড়ে। এতে সুন্দরবন হোটেল সংলগ্ন রাস্তাসহ বেশ কিছু অংশ দেবে যায়। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে লোকজন এদিক-ওদিক ছোটাছুটি শুরু করেন। পরে হোটেলে অবস্থানকারীদের স্থান ত্যাগের নির্দেশ দেয় ফায়ার সার্ভিস।

সুন্দরবন হোটেলের নির্বাহী পরিচালক ফারুক হোসেন জানান, হোটেলের পাশের কনস্ট্রাকশনের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ কারণে হোটেলের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। হোটেলের কেয়ারটেকার দুলাল গাজী বলেন, তিনি সকাল ছয়টার দিকে কর্মস্থলে আসেন। এরপর সকাল সোয়া সাতটার দিকে রাস্তাসহ সুন্দরবন হোটেলের উত্তরপাশে নির্মাণাধীন একটি ভবনের একাংশ ধসে পড়ে। এ ঘটনায় হোটেলের গ্যাসলাইন, পানির লাইন ফেটে গেছে। তিনি জানান, দুই থেকে তিন দিন আগে রাস্তায় ফাটল দেখা যায়।

আরও পড়ুন

সর্বশেষ