শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদজাতীয়আদিবাসী তরুণীকে গণধর্ষণের ঘটনায় দুইজনকে আটক

আদিবাসী তরুণীকে গণধর্ষণের ঘটনায় দুইজনকে আটক

রাজধানীর কুড়িল-বিশ্বরোডে মাইক্রোবাসে আদিবাসী এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় দুইজনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার দিনগত রাতে ঢাকা ও পটুয়াখালী থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- আশরাফ খান ওরফে তুষার ও ড্রাইভার লাভলু। র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আশরাফ খান ওরফে তুষারকে পটুয়াখালী কলাপাড়ার কুয়াকাটা থেকে এবং চালক লাভলুকে রাজধানীর গুলশান-১ নম্বর থেকে আটক করা হয়। এ ঘটনায় বুধবার দুপুর ১২টায় র‌্যাব সদর দফতরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান মুফতি মাহমুদ খান। ২১ মে রাত ১০টার দিকে কাজ শেষে ওই তরুণী যমুনা ফিউচার পার্ক থেকে উত্তরার বাসায় যেতে কুড়িল এলাকায় বাসের জন্য একটি সিএনজি স্টেশনের কাছে দাঁড়িয়ে ছিলেন।

ওই সময় ছাইরঙের একটি মাইক্রোবাস তার সামনে এসে থামে। মাইক্রোবাস থেকে দুই যুবক নেমে এসে অস্ত্র দেখিয়ে মুখ চেপে ধরে তাকে গাড়িতে তুলে নেয়। এরপর গাড়িতে তুলেই তার মুখ ও হাত-পা বেঁধে ফেলে দুর্বৃত্তরা। পরে গাড়িটি বিভিন্ন সড়কে ঘুরতে থাকে। গাড়ির ভেতরে চালকসহ পাঁচজন পর্যায়ক্রমে তরুণীটিকে ধর্ষণ করেন। ধর্ষণের সময়ও তাকে ধারালো অস্ত্র ঠেকিয়ে রাখা হয়। রাত পৌনে ১১টার দিকে উত্তরার জসীমউদ্‌দীন সড়কে তাকে নামিয়ে দিয়ে মাইক্রোবাস নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

আরও পড়ুন

সর্বশেষ