বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
প্রচ্ছদবিনোদন সময়আড়ালেই থেকে যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী মিতা নূরের আত্মহত্যার কারণ

আড়ালেই থেকে যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী মিতা নূরের আত্মহত্যার কারণ

বিনোদন রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

আড়ালেই থেকে যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী মিতা নূরের আত্মহত্যার কারণ। ঠিক কী কারণে সদা হাস্যোজ্জ্বল মিতা নূর আত্মহননের মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন তা জানার সম্ভাবনা ক্ষীণ। মিতা নূরের বাবা ও শ্বশুর পরিবারের সদস্যরা এ ঘটনা নিয়ে আর ঘাঁটতে চাইছেন না। সম্মানের কথা ভেবে উভয় পরিবারই পুলিশি ঝক্কি-ঝামেলা এড়িয়ে চলতে চাইছে। এ কারণে গা ছেড়ে দিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরাও। তারা বলছেন, পরিবারের অসহযোগিতার কারণে চাপা পড়ে যাচ্ছে মিতা নূরের আত্মহত্যার রহস্য। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানান, জনপ্রিয় অভিনেত্রী মিতা নূরের আত্মহত্যার খবর প্রকাশ হওয়ার পর থেকেই ছায়া তদন্তকারী সংস্থা হিসেবে ডিবি অনুসন্ধান শুরু করে। প্রযুুক্তি ব্যবহার করে তদন্ত সংশ্লিষ্ট ডিবির কর্মকর্তারা কিছু তথ্যও হাতে পান। কিন্তু পরিবারের সদস্যদের সঙ্গে এসব তথ্য যাচাই-বাছাই করে দেখা যাচ্ছে না। কারণ পরিবারের সদস্যরা এসব নিয়ে কোনো কথা বলতে চাইছেন না। গোয়েন্দা কর্মকর্তারা জানান, প্রযুক্তি ব্যবহার করে কিছু তথ্য পাওয়া গেছে, যা আত্মহত্যায় প্ররোচনার মামলার জন্য যথেষ্ট। কিন্তু মামলা না হলে এসব নিয়ে আর আগানো যাবে না। ওই কর্মকর্তা বলেন, যেসব সন্দেহ নিয়ে অনুসন্ধান শুরু হয়, সেগুলো তদন্তের জালে ধরা পড়লেও সন্দেহভাজনকে আর আইনের আওতায় আনা যাচ্ছে না। এ ঘটনায় নারী সংক্রান্ত বিষয় জড়িত থাকায় উভয় পরিবার বিষয়টি এড়িয়ে যেতে চাইছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিসি উত্তর) শেখ নাজমুল আলম বলেন, আমরা চেয়েছিলাম মিতা নূরের মতো একজন জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যুর রহস্য উদ্ঘাটন হোক। কিন্তু পরিবারের সদস্যরা সহযোগিতা করছেন না। গুলশান থানা পুলিশের এক কর্মকর্তা জানান, ঘটনার দিন তারা মিতা নূরের বাসায় তার স্বামী শাহানূর রহমান মজুমদার ওরফে রানা, সন্তান প্রিয় ও পৃথ্বী, কাজের বুয়া হালিমা ও শিমু এবং গাড়িচালক সবুজ মিয়াকে জিজ্ঞাসাবাদ করেছে। এছাড়া পুলিশ মিতা নূরের মা মরিয়ম বেগম এবং বাবা ফজলুর রহমানের সঙ্গেও কথা বলেছে। কিন্তু জিজ্ঞাসাবাদে উভয় পরিবার বলেছে, তারা এই নিয়ে বাড়াবাড়ি করতে চান না। পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) লুত্ফুল কবির বলেন, পরিবার থেকে অভিযোগ এলেই ব্যবস্থা। জোর করে কারও কাছ থেকে অভিযোগ নেওয়ার ক্ষমতা পুলিশের নেই। গত সোমবার রাজধানীর অভিজাত এলাকা গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর সড়কের ১৬ নম্বর বাড়ির ছয়তলার ৫/বি ফ্ল্যাট থেকে অভিনেত্রী মিতা নূরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হলেও কী কারণে মিতা নূর আত্মহত্যা করেছেন তা উদ্ঘাটন করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন

সর্বশেষ