স্টাফরিপোর্টার🙁বিডিসময়২৪ডটকম)
১৮ লাখ শেয়ার বিক্রি করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই ব্যাংকের ৩ উদ্যোক্তা- পরিচালক। এরমধ্যে রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক তৌহিদুর রহমান, মোহাম্মদ ফারুক এবং ওয়ান ব্যাংকের উদ্যোক্তা ফরহাত ইয়াসমিন। এসব শেয়ারের মোট বাজারমূল্য ৩ কোটি ১২ লাখ টাকা। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রি সম্পন্ন করবে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েব সাইটে এ তথ্য দেয়া হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা পরিচালক প্রকৌশলী মোঃ তৌহিদুর রহমান ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বর্তমানে ওই প্রতিষ্ঠানের প্রতিটি শেয়ারের দাম ১৮ টাকা। ওই হিসেবে ১০ লাখ শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় ১ কোটি ৮০ লাখ টাকা।
একই ব্যাংকের পরিচালক মোহাম্মদ ফারুক ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। এ পরিমাণ শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় ৩৬ লাখ টাকা। অন্যদিকে ওয়ান ব্যাংকের উদ্যোক্তা ফরহাত ইয়াসমিন ৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বর্তমানে বাজারে ওই ব্যাংকের শেয়ারের দাম ১৬ টাকা। ওই হিসেবে ৬ লাখ শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় ৯৬ লাখ টাকা। স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্তির আইন অনুসারে সর্বোচ্চ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রি সম্পন্ন করতে হবে।
নিয়মানুসারে তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের শেয়ার বিক্রি করতে আইনগত কোনও বাধা নেই। তবে একইসঙ্গে বিপুল পরিমাণ শেয়ার বিক্রি করলে তা ওই কোম্পানির বাজারমূল্যের উপর প্রভাব ফেলে। এছাড়া ২০১০ সালে শেয়ারবাজারে বিপর্যয় শুরুর আগে বিপুল পরিমাণ শেয়ার বিক্রি করেছে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরা। এরপর তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের নিজ কোম্পানির ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণের বাধ্যবাদকতা আরোপ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।