বুধবার, মে ২৯, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েআধিপত্য বিস্তারকে কেন্দ্র সাবেক সেনা সদস্যকে কুপিয়ে হত্যা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র সাবেক সেনা সদস্যকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জের একটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লাক্কু মোল্লা (৬৩) নামে সাবেক এক সেনা সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার ভোরে সদর উপজেলার শশাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তার বড় ভাই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মাক্কু মোল্লা আহত হয়েছেন।  তিনি পাইককান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চারজন নারীকে আটক করেছে পুলিশ। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ইউপি সদস্য মাক্কু মোল্লা এবং সাবেক ইউপি সদস্য খোকন মোল্লার মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে, মঙ্গলবার ভোরে লাক্কু মোল্লাকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে, একাধিকবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ২০১৪ সালে নভেম্বর মাসে  মাক্কু মোল্লার লোকজন খোকন মোল্লার ভাই ফরিদ মোল্লাকে কুপিয়ে মারাত্মক আহত করে। এ ঘটনার পর থেকে শত্রুতা আরো চরমে উঠে। এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।

আরও পড়ুন

সর্বশেষ