রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদরাজনীতিফখরুল-মওদুদ-আব্বাসসহ ২৩ নেতাকর্মীর চার্জ শুনানি ৪ জুন

ফখরুল-মওদুদ-আব্বাসসহ ২৩ নেতাকর্মীর চার্জ শুনানি ৪ জুন

গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে রাজধানীর শাহজাহানপুর থানার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ নেতাকর্মীর অভিযোগ (চার্জ) গঠনের শুনানির জন্য আগামী ৪ জুন দিন ধার্য করেছেন আদালত।  বৃহস্পতিবার মামলাটির চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল। মির্জা ফখরুলকে কারাগার থেকে আদালতে হাজির না করায় ঢাকার সিএমএম আদালতের বিচারক তারেক মইনুল ইসলাম ভূঁইয়া এ দিন ধার্য করেন। মামলার অন্যতম অপর আসামিরা হলেন আব্দুল্লাহ আল নোমান, আমানউল্লাহ আমান, মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নীরব, হাবিবুন্নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু ও আজিজুল বারী হেলাল। ২০১৩ সালের ২ মার্চ গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শাহজাহানপুর থানায় দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ