শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনস্বাধীনতা ব্যবসায়ী পরিষদের সমর্থনে উইম্যান চেম্বারের সভা

স্বাধীনতা ব্যবসায়ী পরিষদের সমর্থনে উইম্যান চেম্বারের সভা

‘দেশের প্রধানমন্ত্রী একজন নারী, বিরোধী দলীয় নেত্রী একজন নারী এবং জাতীয় সংসদের স্পিকারও একজন নারী। তারা অত্যন্ত দক্ষতার সাথে তাদের স্ব-স্ব দায়িত্ব পালন করে চলেছেন। মনোয়ারা হাকিম আলীর নেতৃত্বে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই পরিচালিত হলে ব্যবসায়িক সমাজ এর সুফল ভোগ করতে পারবেন। বুধবার হোটেল আগ্রাবাদের ইছামতি হলে স্বাধীনতা ব্যবসায়ী পরিষদের সমর্থনে অনুষ্ঠিত সভায় সাংসদ সাবিহা নাহার এসব কথা বলেন। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ‘বিকাশমান অর্থনীতিতে বন্দর নগরীর অবকাঠামো উন্নয়নে ব্যবসায়ীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ও ভোটাধিকার নিশ্চিত করতে স্বাধীনতা ব্যবসায়ী পরিষদকে জয়যুক্ত করুন। বিশেষ করে মনোয়ারা হাকিম আলী একজন নারী হয়ে এ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন। তাকে সবাই সহযোগিতা করবেন এমনটাই চাই।

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট কামরুন মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে এফবিসিসিআই’র ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও  উইম্যান চেম্বারের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী বলেন, চট্টগ্রামে পর্যটনের অপার সম্ভাবনার দুয়ার খুলে আছে। প্রধানমন্ত্রী ঘোষিত পর্যটন বর্ষ ২০১৬ সফল করতে আমাদের ব্যবসায়ী সমাজকে একযোগে কাজ করতে হবে।সভাপতির বক্তব্যে কামরুন মালেক বলেন, ঢাকা সব সময় সবকিছুকে ঢেকে রেখেছে। আমরা মনোয়ারা হাকিম আলীর নেতৃত্বে ‘স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ’কে পূর্ণ প্যানেলে জয়যুক্ত করে সেই প্রথা ভাঙতে চাই।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট হোসেন আকবর আলী, কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট আবু মোর্শেদ চৌধুরী, বান্দরবান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট লক্ষীপদ দাস, রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, খাগড়াছড়ি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট সুদর্শন দত্ত, এফবিসিসিআই সাবেক ভাইস প্রেসিডেন্ট দেওয়ান সুলতান আহমেদ, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম আহমেদ, এফবিসিসিআই পরিচালক বিজয় কুমার কেজরীওয়াল, মো. কোহিনূর ইসলাম, তাবারাকুল তোছাদ্দেক হোসেন খান টিটো, এফবিসিসিআই সাবেক পরিচালক মাহবুবুল ইসলাম রুনু। স্বাগত বক্তব্য রাখেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট আইভি হাসান।

অনুষ্ঠানে স্বাধীনতা ব্যবসায়ী পরিষদের সদস্যদের নাম ঘোষণা করেন দেওয়ান সুলতান আহমেদ। মনোয়ারা হাকিম আলীর নেতৃত্বে স্বাধীনতা ব্যবসায়ী পরিষদের সদস্যরা হলেন- আবুল কাশেম আহমেদ, দেওয়ান সুলতান আহমেদ, বিজয় কুমার কেজরীওয়াল, মো. কোহিনূর ইসলাম, তাবারাকুল তোছাদ্দেক হোসেন খান টিটো, মুক্তিযোদ্ধা মো. মাসুদ, হাসিন আহমেদ, মো. আমিনুল বারী, সালাউদ্দিন আহমেদ সালেক, মাসুদ পারভেজ খান ইমরান, তানজিল আহমেদ, হুমায়ুন রশিদ খান পাঠান (রুমেন), মো. আবুল ওয়াহেদ, আনজুমান সালাউদ্দিন ও রেজা শাহ ফারুক।

আরও পড়ুন

সর্বশেষ