শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদজাতীয়৫৭ ইউনিয়ন পরিষদের উপনির্বাচন ১৪ জুন

৫৭ ইউনিয়ন পরিষদের উপনির্বাচন ১৪ জুন

দেশের ৫৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) বিভিন্ন শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুন।  নির্বাচনের সময় নির্ধারণ করে দিয়ে বুধবার সংশ্লিষ্ট জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সহকারি সচিব আশফাকুর রহমানের পাঠানো ওই নির্দেশনা থেকে জানা গেছে, ৫৭টি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে চেয়ারম্যান পদে, ৪৭টিতে সাধারণ সদস্য এবং বাকি পাঁচটিতে সংরক্ষিত মহিলা পদে উপ-নির্বাচন হবে। চেয়ারম্যান পদে যেসব ইউপিতে ভোট হবে, এগুলোর মধ্যে রয়েছে- ফুলবাড়ীয়ার কালাদহ, সিরাজগঞ্জের দুর্গানগর, নাঙ্গলকোঁটের দৌলখাঁড়, লৌহজংয়ের হলদিয়া ও গোলাপগঞ্জের ফুলবাড়ী।সংরক্ষিত পদে যেসব ইউপিতে ভোট  হবে সেগুলো হলো- নবীনগরের নাটঘর ইউপির ২ নং ওয়ার্ড, মতলব দক্ষিণের উপাদী উত্তরের ১ নং ওয়ার্ড, আগৈলঝাড়ার রতনপুরের ১ নং ওয়ার্ড, মোড়েলগঞ্জের হোগলাপাশার ২ নং ওয়ার্ড এবং পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের ২ নং ওয়ার্ড। এছাড়া, বাকি ৪৭টি সাধারণ ওয়ার্ড সদস্য পদে যেসব ইউপিতে ভোট হবে। এগুলোর মধ্যে রয়েছে- তেকানীর ১ নং ওয়ার্ড, ছাইকোলার ১ নং ওয়ার্ড, বোদার ঝলইশালশিরীর ২ নং ওয়ার্ড, হরিরামপুর ইউপির ৯ নং ওয়ার্ড, সিংড়ার ২ নং ওয়ার্ড, পিংনার ২ নং ওয়ার্ড, বয়ড়ার ৪ নং ওয়ার্ড, বাঘবেড়ার ৭ নং ওয়ার্ড, দাওগাঁর ৫ নং ওয়ার্ড, খড়িয়ার ৯ নং ওয়ার্ড, নালীর ৭ নং ওয়ার্ড, সুতালড়ীর ৫ নং ওয়ার্ড, সাদিপুরের ৬ নং ওয়ার্ড, কলমার ৮ নং ওয়ার্ড, বৌলতলীর ২ নং ওয়ার্ড, গাওদিয়ার ৪ নং ওয়ার্ড, ভাগ্যকুলের ৬ নং ওয়ার্ড, পুটিয়ার ৭ নং ওয়ার্ড, পলাশতলীর ১ নং ওয়ার্ড, শিরুয়াইলের ৮ নং ওয়ার্ড, বলদিয়ার ৮ নং ওয়ার্ড, হোগলাপাশার ৩ নং ওয়ার্ড, জামদিয়ার ৪ নং ওয়ার্ড, খেদাপাড়ার ৯ নং ওয়ার্ড, বড়দলেল ৯ নং ওয়ার্ড,আব্দালপুরের ৬ নং ওয়ার্ড, রাধানগরের ৮ নং ওয়ার্ড, বুড়িচং সদরের ১ নং ওয়ার্ড, নাথেরপেটুয়ার ৬ নং ওয়ার্ড, ঝলম(দ:) এর ৩ নং ওয়ার্ড, আলকরার ৭ নং ওয়ার্ড, নিলখীর ১ নং ওয়ার্ড, যাত্রাপুরের ৪ নং ওয়ার্ড, সরাইলের ৭ নং ওয়ার্ড, পানিশ্বর উত্তরের ৯ নং ওয়ার্ড, বালিথুবা পূর্বের ৮ নং ওয়ার্ড, চিতোষী পূর্বের ৮ নং ওয়ার্ড, মুছাপুরের ৮ নং ওয়ার্ড, কোদালার ৫ ও ৯ নং ওয়ার্ড, ইসলামপুরের ৬ নং ওয়ার্ড, চিকদাইরের ৩ নং ওয়ার্ড, বড়উঠানের ৮ নং ওয়ার্ড, কান্দিগাঁওয়ের ৭ নং ওয়ার্ড, বুধবারী বাজারের ৯ নং ওয়ার্ড, দুবাগের ৯ নং ওয়ার্ড এবং শিমুলবাঁক ইউনিয়নের ২ নং সাধারণ ওয়ার্ড।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ