রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদশিক্ষাঙ্গনভাসানী বিশ্ববিদ্যালয় বন্ধ, শিক্ষার্থীরা হল ত্যাগ করেছেন

ভাসানী বিশ্ববিদ্যালয় বন্ধ, শিক্ষার্থীরা হল ত্যাগ করেছেন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মভাবিপ্রবি) এক ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার রাত ৮টার পর বিশ্ববিদ্যালয়ে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ত্যাগ করেছেন। কর্তৃপক্ষের নির্দেশে বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগ করে শিক্ষার্থীরা। তবে নারী শিক্ষার্থীদের এত দ্রুত হল ত্যাগে চরম ভোগান্তি ও বিড়ম্বনায় পড়তে হয় বলে তারা জানান। বুধবার বিকেলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাতেই জরুরি সভা ডেকে সব পরীক্ষা ও ক্লাস বন্ধ ঘোষণা করে। এ ছাড়া বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়। শিক্ষার্থীরা জানান, বুধবার বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় কর্তৃপক্ষের নির্দেশে তারা হল ত্যাগ করছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খাদেমুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দেয়া হয়।এদিকে আজ বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান প্রক্টর খাদেমুল ইসলাম।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ