শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রাম শাহ আমানতে হেলিকপ্টার বিধ্বস্ত

চট্টগ্রাম শাহ আমানতে হেলিকপ্টার বিধ্বস্ত

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় প্রশিক্ষক ও দুই প্রশিক্ষণার্থী পাইলট সহ হেলিকপ্টারের তিন আরোহী আহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনার পরই বিমানবন্দরের সব ফ্লাইট কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। তবে দুপুর একটার দিকে পুনরায় স্বাভাবিক হয় ফ্লাইট কার্যক্রম। শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার নুর ই আলম বলেন, বিমানবন্দরের রানওয়েতে একটি প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়। হেলিকপ্টারে থাকা তিনজন পাইলটকে উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় তাদের নৌবাহিনীর হাসপাতালে নেওয়া হয়েছে। পরবর্তীতে গুরুতর আহত প্রশিক্ষক স্কোয়াড্রন লিডার শাফায়াতকে উন্নত চিকিৎসার জন্য আকাশপথে ঢাকা পাঠানো হয়। দুই পাইলট অফিসারকে নৌবাহিনীর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত পাইলট অফিসারের একজনের নাম ফুয়াদ, অপরজনের নাম প্রাথমিকভাবে জানা যায়নি।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ