শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনপাহাড়তলীতে রেলওয়ে পূর্বাঞ্চলের ওয়ার্কশপ পরিদর্শনে রেলপথ মন্ত্রী

পাহাড়তলীতে রেলওয়ে পূর্বাঞ্চলের ওয়ার্কশপ পরিদর্শনে রেলপথ মন্ত্রী

পাহাড়তলীতে রেলওয়ে পূর্বাঞ্চলের ওয়ার্কশপ পরিদর্শনে চট্টগ্রামে এসেছেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক।  মঙ্গলবার সকাল ১১টায় ওয়ার্কশপ পরিদর্শন শুরু করেন তিনি। ওর্য়াকশপ পরিদর্শন শেষে দুপুর ১টায় সিআরবিতে কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন মন্ত্রী। সাম্প্রতিক সময়ে ট্রেনের দুর্ঘটনা বেড়ে যাওয়া এবং ট্রেনের শিডিউল বিপর্যয় রোধে সরাসরি নজরদারিতে মাঠে নেমেছেন রেলপথ মন্ত্রী। তারই অংশ হিসেবে চট্টগ্রামে ওয়ার্কশপ পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন তিনি। রেলওয়ে পূর্বাঞ্চল সূত্রে জানা গেছে, চলতি বছরে জানুয়ারি থেকে ১০ মে পর্যন্ত পূর্বাঞ্চলে মোট ৩৫টি দুর্ঘটনা ঘটে। এরমধ্যে ঢাকা বিভাগে ১৬ ও চট্টগ্রাম বিভাগে ১৯টি ঘটনা ঘটেছে। ২০১৪ সালে রেল পূর্বাঞ্চলে মোট ৪৪১টি ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন ২০ জন এবং আহত হয়েছেন ৪৫ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ২০১ ঘটনায় নিহতের সংখ্যা ১৪, আহত ২৬ জন। চট্টগ্রাম বিভাগে ২৪০টি ঘটনায় নিহত ৬ এবং আহত হয়েছেন ১৯জন যাত্রী ও পথচারী।

আরও পড়ুন

সর্বশেষ