ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
এখন থেকে বৈদেশিক বাণিজ্য ও লেনদেনের জন্য শুধু বন্দর সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার (এডি) শাখাগুলো সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার খোলা থাকবে। তবে আমদানি-রফতানি বাণিজ্য সংশ্লিষ্ট অন্য এলাকার এডি শাখাগুলো শুধু শনিবার খোলা রাখা যাবে, শুক্রবার নয়। এমনকি এ দু’দিন সব প্রকার লেনদেনের সুযোগও প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগের এক প্রজ্ঞাপনে এ নিদের্শনা জারি করা হয়।
এর আগে চলতি বছরের ২৭ মার্চ রাজনৈতিক অস্থিরতা ও হরতাল বিবেচনা করে ব্যবসায়ীদের দাবির কারণে দেশের সকল এডি শাখাগুলো শুক্র ও শনিবার খোলা রাখার জরুরি নির্দেশ দেওয়া হয়েছিল।
শনিবার এসব শাখায় সব প্রকার সাধারণ লেনদেনের যে সুযোগ দেওয়া হয়েছিল নতুন নির্দেশের ফলে তাও আর থাকলো না।
সূত্র জানায়, ২৭ মার্চের নির্দেশনার পর ব্যাংকাররা অনেকটা অসন্তোষ প্রকাশ করেন। এক পর্যায়ে জুন মাসের ১৮ তারিখ একটি প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক এডি শাখাগুলোর লেনদেনের তথ্য জানতে চায়।
মূলত সেসব তথ্য পর্যালোচনা করে বাংলাদেশ ব্যাংক মনে করছে, সব এলাকার এডি শাখাগুলো শুক্র ও শনিবার খোলা রাখার কোনো প্রয়োজন নেই। এর ভিত্তিতে বৃহস্পতিবার নতুন করে এ নির্দেশনা দেওয়া হলো।
জানা গেছে, ২০০৭ সাল থেকে বন্দর এলাকায় তফসিলি ব্যাংকগুলোর এডি শাখা শুক্র ও শনিবার খোলা থাকছে।