বিশেষ প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)
নারী নির্যাতনের অভিযোগে বেসরকারী টেলিভিশন চ্যানেল সিক্সটিন-এর সিইও গোলাম মুহিতকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় ধানমণ্ডির ল্যাব এইড হাসপাতাল থেকে তাকে আটক করা হয়।
নির্যাতনের স্বীকার অনন্যা রুমা জানান, প্রায় দেড় বছর ধরে চ্যানেল সিক্সটিনের প্রোগ্রাম এবং বিপনন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। গত দেড় বছর ধরে তার মাসিক বেতন পরিশোধ করা হয়নি বলে তিনি জানান। বিষয়টি নিয়ে বারবার বলার চেষ্টা করেও কোন লাভ হয়নি বরং ঘটনাটি কেউ যেন না জানে সেজন্য মুহিত বিভিন্ন সময় রুমাকে তুলে নিয়ে যাবার হুমকিও দিতো বলে দাবি করেন রুমা।
রুমার অভিযোগের ভিত্তিতে ভিকটিম সাপোর্ট সেন্টার ২৯ মে গুলশান থানায় একটি মামলা দায়ের করে। এ মামলায় মুহিতকে আটক করে ধানমণ্ডি থানা পুলিশ।