শনিবার, জুলাই ২৭, ২০২৪
প্রচ্ছদটপআন্দামান সাগরে মালবাহী জাহাজ ডুবে ১০ বাংলাদেশি নাবিক নিখোঁজ

আন্দামান সাগরে মালবাহী জাহাজ ডুবে ১০ বাংলাদেশি নাবিক নিখোঁজ

আন্দামান সাগরে একটি মালবাহী জাহাজ ডুবে ১০ বাংলাদেশি নাবিক নিখোঁজ হয়েছেন।

বার্তা সংস্থা এজেন্সি ফ্রান্স প্রেসের (এএফপি) বরাত দিয়ে এখবর প্রকাশ করেছে বিভিন্ন সংবাদমাধ্যম।

থাই নেভির উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, জাহাজডুবির ঘটনায় উদ্ধার অভিযান চলছে।

জাহাজডুবির ঘটনায় ইতিমধ্যে ১৮ নাবিককে থাই নৌবাহিনীর হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম অভিমুখী জাহাজটি বৃহস্পতিবার ভোরে থাইল্যান্ডের পর্যটন দ্বীপ ফুকেটের ৩২ কিলোমিটার দক্ষিণে ডুবে যায়।

নৌবাহিনীর ক্যাপ্টেন থামাওয়াত মারালিসযুকারিন বলেন, বাকি ১০ নাবিক একটি লাইফবোটে ছিলেন যা উদ্ধারস্থলের কাছ থেকে সাগরের ঢেউয়ে দূরে সরে যায়।

বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তাদের অবস্থান সনাক্ত করা যায়নি।

থামাওয়াত বলেন, “তাদের সনাক্ত করতে হেলিকপ্টারে অনুসন্ধান চালানো হবে।”

সাগর উত্তাল জানিয়ে ওই থাই কর্মকর্তা বলেন, ফুকেটের কাছে আন্দামান সাগরে এই মুহূর্তে ১৬ ফুট উচ্চতার ঢেউ রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ