রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসরকার দিশেহারা হয়ে পড়েছে ডা. শাহাদাত

সরকার দিশেহারা হয়ে পড়েছে ডা. শাহাদাত

আওয়ামী লীগ বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ভয় পায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেছেন,‘আওয়ামীলীগ তারেক রহমানকে ভয় পায়। তাই দীর্ঘ ৭ বছর পর লন্ডনে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করার সঙ্গে সঙ্গেই আওয়ামী লীগের নেতারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন। কিন্তু যতই ষড়যন্ত্র হোক না কেন, তারেক রহমান বীরের বেশে এই দেশের মাটিতে ফিরে আসবেই।’

শনিবার দুপুরে নগরীর কাজীর দেউরী মোড়ে চট্টগ্রাম মহানগর ১৮ দলের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে ডা. শাহাদাত এসব কথা বলেন।

তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল, নেতাকর্মীদের মুক্তি ও সভা সমাবেশে ‘নিষেধাজ্ঞা’ প্রত্যাহারের দাবিতে ডাকা রোববারের হরতালের সমর্থনে এ সমাবেশের আয়োজন করা হয়।

তিনি বলেন,‘সরকার দিশেহারা হয়ে পড়েছে। একারণেই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর সভা-সমাবেশ নিষিদ্ধ করেছেন।যার উদ্দেশ্য বিরোধী দলকে দমন করা। কিন্তু সভা সমাবেশ বন্ধ করে আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না।’

তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন,‘বিএনপি কোন দিনই দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না। ১৯৯০-এ যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার এরশাদ সরকারের পতন ঘটানো হয়েছিল ঠিক এবারও তার নেতৃত্বে একনায়ক শেখ হাসিনারও পতন ঘটনো হবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ন্যাপ চট্টগ্রাম মহানগর সভাপতি ওসমান গণি সিকদার, জাগপা চট্টগ্রাম নগর সভাপতি আবু মোজাফফর, নগর কল্যাণ পার্টির সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, বিএনপি নেতা এমএ আজিজ, যুবদল নেতা মোশারফ হোসেন দিপ্তী, কাউন্সিলর মনোয়ারা বেগম মণি, ছাত্রদল নেতা নেছারুল ইসলাম নাজমুল প্রমুখ বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা রোববারের হরতাল সফল করার আহবান জানান।

আরও পড়ুন

সর্বশেষ