শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদজাতীয় সেনাবাহিনী মোতায়েন নিয়ে দ্বিধা-বিভক্ত হয়ে পড়েছে ইসি

সেনাবাহিনী মোতায়েন নিয়ে দ্বিধা-বিভক্ত হয়ে পড়েছে ইসি

আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন নিয়ে অবশেষে দ্বিধা-বিভক্ত হয়ে পড়েছে নির্বাচন কমিশন (ইসি)।  সোমবার বিকেল পর্যন্ত পাঁচ নির্বাচন কমিশনার একমত হতে না পারায় এ বিভক্তি দেখা দেয়। ইসির দায়িত্বশীল এক সূত্র বাংলানিউজকে জানিয়েছেন, পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ সেনা বাহিনী মোতায়েনের পক্ষে রয়েছেন। অন্য একজন নির্বাচন কমিশনার সিইসির অবস্থানকে সমর্থন করেছেন। তবে অপর নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী, সিইসির প্রতি তার সমর্থন তুলে নিয়েছেন।

অবশিষ্ট দুই নির্বাচন কমিশনার আগে থেকেই সেনাবাহিনী ছাড়া নির্বাচন সম্পন্ন করার পক্ষে অবস্থান করছেন। ফলে সেনাবাহিনী মোতায়েনের বিপক্ষে অবস্থানকারী নির্বাচন কমিশনারের সংখ্যা বেড়ে যাওয়ায় পুরো সিদ্ধান্ত এখন ঝুলে পড়েছে। কেননা, কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করতে হলে সংখ্যাগরিষ্ট কমিশনারের মতামত প্রয়োজন হয়। রোববার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সঙ্গে বৈঠকের পর সিইসি সাংবাদিকদের জানিয়েছিলেন, দু’এক দিনের মধ্যেই সেনাবাহিনী মোতায়েন নিয়ে সিদ্ধান্তের কথা জানানো হবে।

এ নিয়ে সোমবার দুপুরে পুরো কমিশন একটি বৈঠকও করেছেন। বৈঠক শেষে একজন নির্বাচন কমিশনার জানিয়েছিলেন সেনাবাহিনী মোতায়েনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। সংখ্যাগরিষ্ট কমিশনার ইতিবাচক মতামত দিলেই সশস্ত্র বাহিনীকে চিঠি দেওয়া হবে। তবে দিন শেষে কমিশনে বিভক্তি বেড়ে যাওয়ায় চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি।  দায়িত্বশীল ওই সূত্রটি জানিয়েছে, মঙ্গলবার এ বিষয়ে গণমাধ্যমের জন্য খবর হতে পারে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল ঢাকা  উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ