শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েকামারুজ্জামানের মরদেহ নেওয়া হচ্ছে শেরপুরের গ্রামের বাড়িতে

কামারুজ্জামানের মরদেহ নেওয়া হচ্ছে শেরপুরের গ্রামের বাড়িতে

ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার পর একাত্তরের আলবদর কমান্ডার কামারুজ্জামানের মরদেহ নেওয়া হচ্ছে শেরপুরের গ্রামের বাড়িতে। শনিবার রাত এগারটা ৪০ মিনিটে অ্যাম্বুলেন্সবাহী মরদেহ রওনা হয়েছে শেরপুরের উদ্দেশ্যে। শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মুদীপাড়া গ্রামের বাড়িতে তার নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হবে। কারাগারের ভেতর থেকে বের করার পর প্রশাসনের কড়া নিরাপত্তায় অ্যাম্বুলেন্সে করে সেখানে পাঠানো হচ্ছে মরদেহ। রাত দশটার পরে এ ফাঁসি কার্যকর করার মধ্য দিয়ে দেশের জন্য আরও একটি নতুন ইতিহাস রচিত হয়েছে। এরপর প্রায় বিশ মিনিট ফাঁসির মঞ্চে ঝুলিয়ে রাখা হয় কামারুজ্জামানকে। পরে মরদেহ নামিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয় দু’পায়ের রগ কেটে। সবশেষে মরদেহের ময়না তদন্ত সম্পন্ন করা হয়।

কিছুক্ষণের মধ্যেই কামারুজ্জামানের মরদেহ কারাগার থেকে অ্যাম্বুলেন্সে চড়িয়ে বের করে আনা হয়। এরপর আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া প্রহরায় মরদেহবাহী অ্যাম্বুলেন্স রওনা হয় শেরপুরে। পুলিশের নিরাপত্তা দানকারী গাড়ি ছাড়াও আরও একটি অ্যাম্বুলেন্স যাচ্ছে মরদেহের সঙ্গে। ৠাব, পুলিশ, ঢাকা মহানগর পুলিশ, ঢাকা জেলা পুলিশ, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর দশটি গাড়ি যাচ্ছে সঙ্গে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কামারুজ্জামানের মরদেহবাহী গাড়ি কারাগার থেকে হাইকোর্টের সম্মুখ হয়ে শাহবাগ, মহাখালী, টঙ্গী, গাজীপুর হয়ে শেরপুর পৌঁছাবে। রুটভুক্ত জেলা থেকে সংশ্লিষ্ট জেলা পুলিশের গাড়ি প্রটেকশন দিয়ে জেলার সীমানা পার করে দেবে মরদেহটিকে।

আরও পড়ুন

সর্বশেষ