শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদরাজনীতিখালেদার দুর্নীতি মামলার কার্যক্রমের স্থগিতাদেশ আরও ছয় মাসের জন্য বৃদ্ধি করেছেন হাইকোর্ট

খালেদার দুর্নীতি মামলার কার্যক্রমের স্থগিতাদেশ আরও ছয় মাসের জন্য বৃদ্ধি করেছেন হাইকোর্ট

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার কার্যক্রমের স্থগিতাদেশ আরও ছয় মাসের জন্য বৃদ্ধি করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার  বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মামলার শুনানির জন্য গত মঙ্গলবার এ বেঞ্চের ওপর দায়িত্ব অর্পণ করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা)। বেঞ্চটি এ মামলায় হাইকোর্টের দেওয়া রুলেরও শুনানি নিয়ে এর নিষ্পত্তি করবেন। খালেদার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন শুনানিতে স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।

আদেশের পর খোকন সাংবাদিকদের বলেন, মামলার অবস্থা আগের মতোই রয়েছে। আইন অনুসরণ করে মামলাটি করা হয়নি। স্থাগিতাদেশের মেয়াদ আদালত ছয় মাসের জন্য বাড়িয়েছেন। তবে রুল শুনানির জন্য আছে। বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা ছাড়াও নাইকো দুর্নীতি মামলা ও গ্যাটকো দুর্নীতি মামলারও স্থগিতাদেশ ও বাতিল প্রশ্নে হাইকোর্টের জারি করা রুলের নিষ্পত্তি করবেন এ বেঞ্চ। এসব মামলার বেঞ্চ পরিবর্তনে গত ২ এপ্রিল প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছিলেন খালেদা জিয়া। তার আইনজীবীদের এ সংক্রান্ত চারটি আবেদন গ্রহণ করেন প্রধান বিচারপতি এসকে সিনহা। পরে মঙ্গলবার নতুন বেঞ্চটিকে এ তিন মামলার শুনানির দায়িত্ব দেন তিনি। গত ৫ এপ্রিল পূর্ববর্তী স্ব স্ব হাইকোর্ট বেঞ্চ মামলাগুলোর বিষয়ে পরবর্তী আদেশের জন্য প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন। মামলাগুলোর মধ্যে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার রুলের শুনানি শেষ হয়েছিল। এর রায়ের দিন গত ৫ এপ্রিল ধার্য ছিল বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চে। এর মধ্যে আসামিপক্ষকে শুনানি শেষ করতে বলা হয়েছিল। অন্যদিকে নাইকো দুর্নীতি মামলা ও গ্যাটকো দুর্নীতি মামলার রুলের শুনানি শুরুর অপেক্ষায় ছিল।

আরও পড়ুন

সর্বশেষ