শুক্রবার, মে ৩, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েঢাকা বিভাগকাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ফাঁসি কার্যকর

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ফাঁসি কার্যকর

 কাশিমপুর  কেন্দ্রীয় কারাগারে জোড়া খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আজিজুল হক বাচ্চুর (৩৫) ফাঁসি কার্যকর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. মিজানুর রহমান বিষয়টি জানান। তিনি জানান, সোমবার দিনগত রাত ১১টা একমিনিটে এ ফাঁসি কার্যকর করা হয়। দণ্ডপ্রাপ্ত বাচ্চু কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার পিটুয়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। কারা সূত্র জানায়, নাটোরের বড়ইগ্রাম থানার জলমন্দ গ্রামের নুরুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে বাচ্চু মনোহারী ব্যবসা করতেন। এক পর্যায়ে বাচ্চু বাড়ির মালিকের বোনকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু ‍নুরুল ইসলাম তাতে অস্বীকৃতি জানান।

এক পর্যায়ে নুরুল ইসলামের বড় মেয়ে চাঁদনীকে বিয়ের প্রস্তাব দেন  বাচ্চু। তাও প্রত্যাখ্যান করেন নুরুল। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ২০০৫ সালের ফেব্রুয়ারি সন্ধ্যায় নুরুলের ঘরে ঢুকে তার দুই মেয়ে পাখি খাতুন ওরফে চাঁদনী (১৩) এবং দেড় বছরের মেয়ে সুমাইয়া খাতুনকে ছুরিকাঘাত করে হত্যা করেন বাচ্চু। সিনিয়র জেল সুপার মিজানুর রহমান জানান, ওই ঘটনায় থানায় মামলা হলে নাটোরের দায়রা জজ আদালত  বাচ্চুর মৃত্যুদণ্ডাদেশ দেন।

আরও পড়ুন

সর্বশেষ