শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদদেশজুড়ে কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় বহাল থাকায় সত্য প্রতিষ্ঠিত হয়েছে

কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় বহাল থাকায় সত্য প্রতিষ্ঠিত হয়েছে

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় বহাল থাকায় সত্য প্রতিষ্ঠিত ও সত্যের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। সোমবার সকাল সোয়া ৯টায় রায়ের ঘোষণার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তুরিন আফরোজ বলেন, এ রায় ১৬ কোটি মানুষের প্রাণের রায়। এর মধ্য দিয়ে সত্য ও স্বাধীনতার বিজয় অর্জন হয়েছে। কামারুজ্জামানের প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ রয়েছে কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারেন।

রায় কার্যকরের বিষয়ে তিনি বলেন, এখন সরকার যেকোনো দিন রায় কার্যকর করতে পারে। তবে এর মধ্যে তিনি যদি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চান, সেটা বিবেচনা করবেন রাষ্ট্রপতি।  সোমবার সকালে কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তাকে দেওয়া ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্তভাবে বহাল থাকলো। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ রিভিউয়ের এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন

সর্বশেষ