রানা প্লাজার ধ্বংসস্তুপ থেকে রেশমাকে উদ্ধার নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘জনগণের সামনেই রেশমাকে উদ্ধার করা হয়েছে। দেশের মানুষ তা জানে। একজন রেশমাকে নিয়ে কারচুপি করার প্রয়োজন সরকারের নেই।’ মঙ্গলবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী এ কথা বলেন। এসময় মন্ত্রী রানা প্ল¬াজা ও পোশাক শিল্প নিয়ে আন্তর্জাতিক চক্রান্ত হচ্ছে বলে মন্তব্য করেন।
বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া পোশাক শিল্পের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দাবি করে তথ্যমন্ত্রী বলেন, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, খালেদা জিয়ার প্রকাশ্য একটা চিঠির মধ্য দিয়ে আমেরিকার নামকরা পত্রিকায় তাঁর প্রতিবেদন ছাপানো হয়। বাংলাদেশের পোশাক শিল্পের বিরুদ্ধে উনি অবস্থান নিয়েছিলেন। সংসদে এ ব্যাপারটি উত্থাপন করা হয়।’ জিএসপি স্থগিত প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের বিকাশমান পোশাক শিল্প নিয়ে বহু চক্রান্ত হয়েছে।’ খালেদা জিয়ার সমালোচনা করে হাসানুল হক বলেন, ‘মাননীয় বিরোধীদলের নেতা এ সরকারের পতনের যে অপপ্রয়াস চালিয়েছেন তা দেশের অত্যন্ত দুঃখজনক।’ এসময় মন্ত্রী অহেতুক সাফাই না করে দোষ স্বীকার করতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান। সাংবাদিকদের ওয়েজ বোর্ড প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ওয়েজ বোর্ড কমিশনের মহামান্য বিচারপতি আনুষ্ঠানিকভাবে তথ্যমন্ত্রণালয়ে জমা দিয়ে দিয়েছেন। আশা করছি কয়েক ধাপ অতিক্রম করে ঈদের আগে সাংবাদিকদের ওয়েজবোর্ড চূড়ান্ত গেজেট আকারে প্রকাশের চেষ্টা করা হবে।’ পরে মন্ত্রী ভেড়ামারায় সাতদিন ব্যাপী মৎস্য সপ্তাহ ২০১৩ এর উদ্বোধন করেন। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. শাজাহান আলী, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কার সিদ্দিক, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন প্রমুখ। এর আগে তথ্যমন্ত্রী উপজেলা চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য র্যালির নেতৃত্ব দেন।