প্রথম সাফাই সাক্ষী হিসেবে নিজের পক্ষে সালাউদ্দিন কাদের চৌধুরীর সাক্ষ্য দেয়া শেষ হয়েছে। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তার সাফাই সাক্ষ্য গ্রহণ শেষ হয়।
ট্রাইব্যুনাল সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে ৫ জনের সাফাই সাক্ষ্য গ্রহণ করা হবে বলে আদেশ দিয়েছিলেন। আদেশ অনুযায়ী প্রথম সাফাই সাক্ষী হিসেবে নিজের পক্ষে নয় কার্যদিবস সাফাই সাক্ষ্য দেন বিএনপির এই নেতা। তার পক্ষে সালমান এফ রহমানসহ সাফাই সাক্ষী দেয়ার জন্য ট্রাইব্যুনাল ৩ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন।
সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে একাত্তরে মানবতবিরোধী ২৩টি অপরাধের অভিযোগ রয়েছে।