বুধবার, মে ৮, ২০২৪
প্রচ্ছদসারা বিশ্বআধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা লি কুয়ান আর নেই

আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা লি কুয়ান আর নেই

আধুনিক ও স্বাধীন সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা লি কুয়ান ইউ আর নেই। তার বয়স হয়েছিল ৯১ বছর। লি কুয়ানের ছেলে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী লি হেসিয়েনের প্রেস সচিব এক বার্তায় ‘অত্যন্ত দুঃখের সঙ্গে’ জানান, লি কুয়ান মারা গেছেন। খবর বিবিসির। খবরে বলা হয়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে স্থানীয় সময় সোমবার বেলা ৩টা ১৮ মিনিটে লি কুয়ান ইউ মারা যান। ৯১ বছর বয়সী বর্ষীয়ান এই রাষ্ট্রনায়ক মারাত্মক নিউমোনিয়ায় ভুগছিলেন। তিনি গত ৫ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হন।

খবরে বলা হয়, লি হেসিয়েন বাবা লি কুয়ান ইউয়ের মৃত্যুর খবর তার ফেসবুকে দেন। সঙ্গে সঙ্গে এ খবর সবার মাঝে ছড়িয়ে পড়ে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন লি কুয়ান ইউয়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। লি কুয়ান ইউ ১৯৫৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ছিলেন। তবে তিনি ২০১১ সাল পর্যন্ত সরকারের হয়ে কাজ করে গেছেন। ক্ষুদ্র নগর রাষ্ট্র সিঙ্গাপুরকে এশিয়ার অন্যতম সমৃদ্ধ অর্থনীতির দেশে রূপান্তর এবং দেশটির আধুনিকায়নে লি কুয়ানের অবদান বিশাল।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ