শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদজাতীয়সেকেন্ড হোমে বিনিয়োগকারীদের নজরদারিতে আনছে দুদক

সেকেন্ড হোমে বিনিয়োগকারীদের নজরদারিতে আনছে দুদক

যেসব বাংলাদেশি অবৈধভাবে মালয়েশিয়ায় সেকেন্ড হোমে বিনিয়োগ করেছেন এবার তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শিগগিরই মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি হচ্ছে বলে জানিয়েছেন দুদক কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন চুপ্পু। বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় রাষ্ট্রীয় দুর্নীতিবিরোধী সংস্থাটির প্রধান কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

টেলিভিশন মিডিয়ার মালিক এবং প্রধান নির্বাহীদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে দুদক। এতে দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান, দুদক কমিশনার ড. নাসির উদ্দিনসহ পদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন চ্যানেল মালিক ও নির্বাহীরা উপস্থিত ছিলেন। সাহাবুদ্দিন চুপ্পু বলেন, মালয়েশিয়ায় যাদের সেকেন্ড হোম রয়েছে, তারা হাইপ্রোপাইলড। এ বিষয়ে বেশ কিছু তথ্য আমাদের হাতে এসেছে। মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের এমওইউ (সমঝোতা চুক্তি) হলে আমাদের কাজ করতে সুবিধা হবে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ