শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদজাতীয়সুবহানের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল

সুবহানের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল

যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আব্দুস সুবহান ওই দণ্ড চ্যালেঞ্জ করে আপিল করেছেন। বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদনটি দাখিল করেন সুবহানের আইনজীবীরা। ৮৯ পৃষ্ঠার মূল আপিলসহ ১১৮২ পৃষ্ঠার আপিল আবেদনে ৯৪টি যুক্তি দেখিয়ে সুবহানের খালাসের আরজি জানানো হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি সুবহানকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মুক্তিযুদ্ধ চলাকালে পাবনা জেলায় মানবতাবিরোধী সকল অপরাধের হোতা হিসেবে চিহ্নিত করে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান, বিচারক প্যানেলের সদস্য বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি শাহীনুর ইসলাম ওই রায় দেন। রায় চ্যালেঞ্জ করে আপিল আবেদনের অ্যাডভোকেট অন রেকর্ড হয়েছেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন তুহিন।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ