মঙ্গলবার, মে ৭, ২০২৪
প্রচ্ছদরাজনীতিসালাউদ্দিন আহমেদের দ্রুত সন্ধান দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন...

সালাউদ্দিন আহমেদের দ্রুত সন্ধান দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন খালেদা জিয়া

বিএনপির যুগ্ম
মহাসচিব সালাউদ্দিন আহমেদের
দ্রুত সন্ধান দিতে আইন
শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
প্রতি অনুরোধ জানিয়েছেন
সংগঠনের চেয়ারপার্সন
খালেদা জিয়া।
রোববার সন্ধ্যায়
ঢাকা আইনজীবী সমিতির
সভাপতি ও সাধারণ সম্পাদক
গুলশানে খালেদার রাজনৈতিক
কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ
করতে গেলে এ অনুরোধ জানান
তিনি।
সন্ধ্যা ৬টা ৫
মিনিটে খালেদা জিয়ার
কার্যালয়ে প্রবেশ করেন
আইনজীবী সমিতির সভাপতি মো.
মাসুদ আহমেদ তালুকদার ও সাধারণ
সম্পাদক মো. ওমর ফারুক ফারুকী।
রাত সোয়া ৯টার দিকে বের
হয়ে সাংবাদিকদের তারা বলেন,
আগামী ৫ এপ্রিলের হাজিরাসহ
বিএনপি চেয়ারপার্সনের বিভিন্ন
মামলার
বিষয়ে আলোচনা করা হয়েছে।
সংগঠনের অন্যান্য যেসব
নেতা কারাগারে আছেন তাদের
জামিন নিয়েও আলোচনা হয়েছে।
আগামী ৫ তারিখ খালেদা জিয়ার
হাজিরার
ব্যাপারে জানতে চাইলে আইনজীব
সভাপতি সাংবাদিকদের বলেন,
এখনও অনেক সময় আছে। এ
বিষয়ে যুক্তি-সংগত সিদ্ধান্ত
সাংবাদিকদের মাধ্যমেই
জানানো হবে।
আগামীদিনের জন্য
খালেদা জিয়া কোনো নির্দেশনা
কি-
না জানতে চাইলে তিনি বলেন,
নেতাকর্মীদের বিষয়ে খুবই উদ্বিগ্ন
তিনি (খালেদা)। বিশেষ
করে বর্তমানে তিনি সালাউদ্দিনে
বিষয়ে বেশি উদ্বিগ্ন। তাই
বিএনপি চেয়ারপার্সন আইন
শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
কাছে সালাউদ্দিন আহমেদ
হস্তান্তরের অনুরোধও করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ