সোমবার, মে ৬, ২০২৪
প্রচ্ছদরাজনীতি জ্বালাও-পোড়াও, মানুষ হত্যা চলতে থাকলে আলোচনা নয় : সৈয়দ আশরাফ

জ্বালাও-পোড়াও, মানুষ হত্যা চলতে থাকলে আলোচনা নয় : সৈয়দ আশরাফ

জ্বালাও-পোড়াও, মানুষ
হত্যা চলতে থাকলে আলোচনা নয়
জানিয়ে আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম
বলেছেন, পৃথিবীর কোনো রাষ্ট্র
সন্ত্রাসীদের
সঙ্গে আলোচনা করেনি।
তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ
ঘোষণা করেছে, আমরাও তাই
করবো। জ্বালাও-পোড়াও, মানুষ
হত্যা বন্ধ করলে, শান্তির পরিবেশ
এলে আলোচনা হলেও হতে পারে।
শনিবার (১৪ মার্চ)
বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগ
সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক
কার্যালয়ে এক সংবাদ
সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন
খালেদা জিয়ার সংবাদ
সম্মেলনে দেওয়া বক্তব্যের
আনুষ্ঠানিক
প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ
সম্মেলনের আয়োজন
করে আওয়ামী লীগ।
সৈয়দ আশরাফ বলেন,
আজকে যদি খালেদা জিয়া তার
সন্ত্রাসী বাহিনীকে সন্ত্রাস
থেকে মুক্ত করেন, মানুষ হত্যা বন্ধ
করেন, তাহলেই দেশে শান্তির
পরিবশে আসবে। সেই শান্তির
পরিবেশে আলোচনা সম্ভব। মানুষ
হত্যা করে,
সরকারকে জিম্মি করে নির্বাচন
চান,
সেটা বাংলাদেশে কোনোদিনই
হবে না। এখন সময় বাংলার
মাটি থেকে এই সন্ত্রাসীদের
চিরতরে নির্মূল করা।
একাত্তরে পাকিস্তানিরা ঠেকাত
খালেদা জিয়াও এখন পারবেন না।
আশরাফ অভিযোগ করেন,
খালেদা জিয়ার সংবাদ সম্মেলন
বস্তুনিষ্ঠ ছিল না।
অবরোধে সারাদেশে বিভিন্ন
শ্রেণী-পেশার ১৫০ জন মানুষ
হত্যা করেছেন। জীবন নেওয়াই
খালেদা জিয়ার হরতাল। মানুষ
হত্যা করে পৃথিবীতে কোনো গণতা
আন্দোলন হয় নাই। খালেদা জিয়ার
উদ্দেশ্য
বাংলাদেশকে পোড়া মাটির দেশ
করা। এটা গণতান্ত্রিক আন্দোলন
নয়, তত্ত্বাবধায়ক সরকার
বা নির্বাচনের জন্যও এ আন্দোলন
নয়। আইএসের অংশ খালেদা জিয়া,
তিনি এখানে আইএসের
মতো অপরাষ্ট্র সৃষ্টি করতে চান।
খালেদা জিয়া শান্তির
পক্ষে থাকলে বা গণতন্ত্রের
পক্ষে থাকলে এতো মানুষ
পুড়িয়ে মারতেন না। তার
কাছে বাংলাদেশের কোনো মানুষ
নিরাপদ নয়। তিনি চান ক্ষমতা।
সৈয়দ আশরাফ প্রশ্ন করে বলেন,
তিনি কেন গত নির্বাচনে অংশ
নেন নাই?
আইনে তো কোনো বাধা ছিল না!
তিনি নিজেই নির্বাচনে আসেন
নাই। যার জন্য সমগ্র
জাতিকে অবরুদ্ধ করেছেন।
আগামী নির্বাচন সময়মতোই হবে।
যদি সেই
নির্বাচনে তিনি না আসেন,
তাহলে তার দায়-দায়িত্ব তাকেই
নিতে হবে। বাংলার মানুষ এর দায়
নেবে না।
হরতাল-অবরোধ বন্ধ
করে আগামী নির্বাচনের জন্য
প্রস্তুতি নিতে খালেদা জিয়ার
প্রতি আহবান জানান তিনি।
বিশ্বব্যাপী সন্ত্রাসের চিত

আরও পড়ুন

সর্বশেষ