মঙ্গলবার, মে ৭, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েডা. সিরাজুল আকবরের নামাজে জানাজা অনুষ্ঠিত

ডা. সিরাজুল আকবরের নামাজে জানাজা অনুষ্ঠিত

মাগুরা-১ আসনের সংসদ সদস্য ডা. সিরাজুল আকবরের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৯টায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭১ বছর বয়সে মারা যান তিনি। মঙ্গলবার বিকেল ৪টা ৩৫ মিনিটে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শ্রদ্ধা নিবদেন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, স্পিকারের পক্ষে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, রাষ্টপতির কার্যালয়ের অতিরিক্ত সচিবসহ সংসদ ভবনের কর্মকর্তা-কর্মচারীরা।

প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ও ভূমিমন্ত্রী শাসসুর রহমান শরীফসহ মন্ত্রিপরিষদের সদস্যরা। ডা. সিরাজুল আকবর সোমবার মাগুরা থেকে ঢাকায় ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ১৯৪৪ সালে মাগুরায় জন্ম নেওয়া আকবর শিশু চিকিৎসক ছিলেন। তিনি ১৯৭৮ সালে ঢাকা শিশু হাসপাতালের পরিচালক ছিলেন। পরে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব চাইল্ড হেলথের অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন। গত নবম সংসদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং অনুমিত হিসাব কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন আকবর। ১৯৯৬ সালে তিনি আওয়ামী লীগের টিকিটে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালেও নির্বাচিত হন তিনি।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ