শনিবার, মে ২৫, ২০২৪
প্রচ্ছদজাতীয়ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় অটোরিকশার নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় অটোরিকশার নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রীর মৃত্যু হয়েছে।  শনিবার বিকেল সোয়া ৫টার দিকে সদর উপজেলার ভাদুগড় এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন জন ঘটনাস্থলে এবং অপর একজন সন্ধ্যা ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতদের মধ্যে দুই জনের নামপরিচয় জানা গেছে। তারা হলেন- সদর উপজেলার রামরাইল গ্রামের বাসিন্দা অটোরিকশার চালক শিপন মিয়া এবং সদর উপজেলার আমিনপুর গ্রামের হেফজো মিয়ার ছেলে সজীব মিয়া। নিহত অপর দুই জনের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় গুরুতর আহত আরো দুই যাত্রী সদর হাসপাতালে চিকিৎসাধীন। তাদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুজন শ্যাম বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোরগঞ্জ থেকে চট্টগ্রামগামী পণ্যবাহী একটি ট্রাক বিপরীতমুখী অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ট্রাকের সামনের অংশের ভেতরে ঢুকে যায়।  এ সময় ঘটনাস্থলেই চালকসহ তিন জনের মৃত্যু হয়। স্থানীয়রা তাৎক্ষণিক আহত অপর তিন যাত্রীকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যা ৭টার দিকে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাখাওয়াত হোসেন জানান, নিহতরা ও আহতরা সবাই মাথা, চোখ ও কপালে মারাত্মক আঘাত পেয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক। ব্রাহ্ম‏ণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ জানান, স্থানীয়রা ট্রাক চালক সোহেল মিয়া ও তার সহযোগী খোকন মিয়াসহ ট্রাকটিকে আটক করেছে। দুর্ঘটনার পর ঘণ্টাব্যাপী মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল বলে জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ