জলবায়ু পরিবর্তন নিয়ে গণমাধ্যম কর্মী ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের সচেতনতা বাড়াতে রাজশাহীতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে নগরীর চেম্বার অব কমার্স মিলনায়তনে জার্মান দূতাবাসের সহায়তায় এ কর্মশালার আয়োজন করে বেসরকারি সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট কমিউনিকেশন। এই সেমিনারে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক, জার্মান দূতাবাসের সিনিয়র অ্যাডভাইজারসহ অনেকে। কর্মশালায় বক্তারা বলেন জলবায়ু পরিবর্তনের কারণ চিহ্নিত করে তা থেকে পরিত্রাণ পেতে গণমাধ্যম কর্মী ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।